এটি বাংলাদেশের সকল বোনের জন্য, প্লিজ সবাই দেখবেন; সাবধান হবেন : প্রিসিলা ফাতেমা

এটি বাংলাদেশের সকল বোনের জন্য, প্লিজ সবাই দেখবেন; সাবধান হবেন : প্রিসিলা ফাতেমা

এটি বাংলাদেশের সকল বোনের জন্য, প্লিজ সবাই দেখবেন; সাবধান হবেন : প্রিসিলা ফাতেমা

এটি বাংলাদেশের সকল বোনের জন্য, প্লিজ সবাই দেখবেন; সাবধান হবেন : প্রিসিলা ফাতেমা

“এই ভিডিওটি বাংলাদেশের সকল বোনদের জন্য | প্লিজ সবাই দেখবেন | সাবধান হবেন | শেয়ার করবেন”- ক্যাপশনে তরুণীদের সচেতনতার জন্য পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসিনের একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ সমাজকর্মী প্রিসিলা ফাতেমা।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, ‘সত্যিকার যে ভালোবাসে সে কখনো দেহ দেখতে চাইবে না। যে দেহ দেখতে চায়, বিশ্বাস করুন সে একটা প্রতারক, একটা লোভী, একটা দেহভোগী। একটা কথা তোমাদের সবাইকে বুঝতে হবে, এই যে ডিভাইস – এখান থেকে কোনো কিছু মুছা যায় না। এইটা কিন্তু ফরেনসিক করলে যাই ডিলিট করুক, এই যে বলুক আমি একবার দেখে ডিলিট করে দিব, ডোন্ট বিলিভ। কারণ সবার জানতে হবে, এবার যেটা কোনো ডিভাইসে ঢুকে, যতবারই ডিলেট করা হোক, ওইটা যখন ফরেনসিকে দেওয়া হবে, ওইটা তখন চলে আসে। ওটাকে বিভিন্নভাবে রাখে।

আরেক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসিন আরে বলেন, ‘অনেকের কান্না আমি শুনেছি, এই পুলিশ লাইফে। কাউকে বলতে পারে না, আমাকে বলে। সমস্যাগুলো খুবই জটিল। কোনো ভাবেই কোনো বাহানায়, কারো কথায় প্ররোচিত হয়ে যে কথা কাউকে বলতে পারবেন না, বাবা-মাকে বলতে পারবে না, যেটা কারো সাথে শেয়ার করতে পারবে না, আই মিন, এমন একটা ছবি যেটা আমি প্রকাশ করতে বা কাউকে দিতে পারব না, আরেকজনকে বলতে পারব না। সে যতই ছলনা করুক, যতই বলুক কাউকে বলব না। আমি পরে কেন, আমাকে আগে ভেবে নিতে হবে- এ কাজগুলো করলে কী বিপদ আসবে। আমি ১ লক্ষ ঘটনা বলতে পারব, আমি ১০ হাজার মেয়ের কান্নার কথা বলতে পারব।

এই জীবনে ছোট ভুলের জন্য কী হয়েছে। এখনও যদি আমার ইনবক্স দেখাই, সুইসাইট করবে বলতেছে। প্লিজ যে কারণে সুইসাইট করবা, তুমি যদি চিন্তা কর কেন এ্ কাজগুলো করতেছ? তোমাকে একটা ছেলে লোভ দিতে পারে, প্লিজ, ডোন্ট ডু দিজ। আমি বলব কোনোভাবেই ট্রাস্ট করার দরকার নেই। যখন না তুমি তার সাথে আইনসিদ্ধ সম্পর্ক না হচ্ছে, তার আগে কোনোভাবেই তার ফাঁদে পা দিবে না। কোনোভাবেই কোনো ন্যুড ছবি কাউকে দেয়া যাবে না, ভুলেও দিবে না। আমাকে একটু ভিডিও কলে একটু দেখাও, এইটা কর, ওইটা কর, বি কেয়ারফুল। একাজটা করা করা যাবে না। একাজ হলে কিন্তু তুমি এক সময় নিজে সুইসাইট করতে চাইবা। সব কিন্তু প্রতারক। যে ভালোবাসে সে কখনো দেহ দেখতে চাইবে না। যে দেহ দেখতে চায়, বিশ্বাস করুন সে একটা প্রতারক, একটা লোভী, একটা দেহভোগী।’

আমেরিকায় বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত কিশোরী প্রিসিলা ফাতেমা। প্রিসিলা তাঁর লেখাপড়ার পাশাপাশি ২০১৮ এর জানুয়ারি থেকে অবসরের পুরো সময়টায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক সচেতনতা মূলক ভিডিও তৈরী করে যাচ্ছেন তাঁর ইউটিউব চ্যানেল Pricila New York এর জন্য।

তাঁর ভিডিওগুলো মানবিকতায় উচ্চকণ্ঠ হয়েছে। অভাবী মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থ মানুষের চিকিৎসায় বিত্তবানদের আহ্ববান, তরুণদের সকল ভালো কাজে উদ্বুদ্ধ করা, ভিডিও ও তথ্যচিত্রে পিতৃভূমি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের হারিয়ে যাওয়া বিষয়গুলো বিশ্বদরবারে তুলে ধরা, সামাজিক অঙ্গ-সঙ্গতি এবং মরণোত্তর মানব চিকিৎসায় উপকারী অঙ্গ-প্রত্যঙ্গ দান করতে মানুষকে উদ্বুদ্ধ করা।

Leave a Comment