চলতি বিশ্বকাপে ফ্রান্সের মুসলিম খেলোয়াড় যারা

চলতি বিশ্বকাপে ফ্রান্সের মুসলিম খেলোয়াড় যারা

চলতি বিশ্বকাপে ফ্রান্সের মুসলিম খেলোয়াড় যারা

ফুটবল বিশ্বকাপ সরাসরি দেখার লিঙ্ক

https://toffeelive.com/#video/36a828a74c6b885ba29eab98e118168c33

করিম বেনজেমা

করিম বেনজেমা, একজন ফরাসি পেশাদার ফুটবলার। আলজেরিয়ান পিতামাতার জন্মগ্রহণ করেছিলেন। বেনজেমা লা লিগা ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন এবং অধিনায়কত্ব করেন। তিনি ২০৭ সালে প্রথম ফ্রান্সের জার্সি পরেছিলেন। ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে তিনি জাতীয় দল থেকে সাসপেন্ড ছিলেন। গত বছর তাকে ফ্রান্স দলে ডাকা হয়েছিল। বেশ কয়েক বছর আন্তর্জাতিক ফুটবলে অনুপস্থিত থাকা সত্ত্বেও, বেনজেমা ফ্রান্সের হয়ে৯৭ বার খেলেছেন, ৩৭ গোল করেছেন। একজন সৃজনশীল এবং প্রফুল্ল ফরোয়ার্ড, বেনজেমাকে সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন হিসাবে বিবেচনা করা হয়।

উসমান ডেম্বেলে

উসমান ডেম্বেলে একজন ফরাসি পেশাদার ফুটবলার যিনি লা লিগা ক্লাব বার্সেলোনা এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে উইঙ্গার হিসেবে খেলেন। ২০টি ক্যাপ জেতার পর এবং যুব পর্যায়ে পাঁচটি গোল করার পর, ২০১৬ সালে ডেম্বেলে ফ্রান্সের হয়ে তার সিনিয়র আন্তর্জাতিক অভিষেক হয়। তিনি ফ্রান্স দলের একজন সদস্য ছিলেন যেটি ২০১৮ ফিফা বিশ্বকাপ জিতেছিল, এছাড়াও UEFA ইউরো ২০২০-তেও অংশ নিয়েছিল। পিচে তার অসাধারণ গতির কারণে ডেম্বেলে ডাকনাম “মশা” অর্জন করেছিলেন।

ইউসুফ ফোফানা

মালিয়ান পিতামাতার জন্ম, ইউসেফ ফোফানা একজন ফরাসি পেশাদার ফুটবলার যিনি ফরাসি ক্লাব এএস মোনাকো এবং ফ্রান্সের জাতীয় দলের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলেন। ফোফানা অনূর্ধ্ব-১৯ থেকে অনূর্ধ্ব-২১ স্তর পর্যন্ত ফ্রান্সের যুব আন্তর্জাতিক ছিলেন। তিনি উয়েফা নেশনস লিগের দুটি ম্যাচের জন্য ১৫ সেপ্টেম্বর ২০২২-এ ফ্রান্স জাতীয় দলে তার প্রথম ডাক পান।

ইব্রাহিম কোনাতে

ইব্রাহিমা কোনাতে ইংলিশ ক্লাব লিভারপুল এফসি এবং ফ্রান্সের জাতীয় দলের জন্য সেন্টার-ব্যাক হিসেবে খেলেন।
কোনাতে ২০২২ সালের জুনে উয়েফা নেশনস লিগের জন্য সিনিয়র ফ্রান্স জাতীয় দলে তার প্রথম ডাক পান, চোটের কারণে রাফায়েল ভারানের পরিবর্তে। ১০ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে তার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক অভিষেক হয়।

ফ্রান্সের এবারের অন্যতম আলোচিত খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। শুধু তাই নয়, বিশ্বের অন্যতম দামি খেলোয়াড়ও তিনি। তবে এই তারকার শরীরেও বইছে মুসলিমের রক্ত। তার বাবা উইলফ্রাইড ক্যামেরুন থেকে ফ্রান্সে চলে আসেন। বাবা ফুটবল কোচ। বিয়ে করেন আলজেরিয়ার মেয়ে ফাইজা লামারিকে। তিনি একজন হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন। বাবা খ্রিস্টান কিন্তু মা ফাইজা মুসলিম। বাবার ধর্মান্তরিত হবার কথা শোনা গেলেও সেটা সত্য নয়। আর মা পারিবারিকভাবেই মুসলিম। কিলিয়ান এমবাপ্পের ধর্ম নিয়ে তাই মতান্তর রয়েছে।

ফাইনালে কি বেনজেমা ফিরবেন, যে উত্তর দিলেন দেশম

অধিনায়ক হিসেবে ফ্রান্সকে ১৯৯৮ বিশ্বকাপ জিতিয়েছেন দিদিয়ের দেশম। কোচ হিসেবে ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতেছেন। কাতারেও দলকে ফাইনালে তুলেছেন তিনি। বুধবার রাতের ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে তার দল।

ওই জয়ের পর সংবাদ সম্মেলনে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছে ফ্রান্স কোচ দেশমকে। প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে কীভাবে দেখেন, মেসিকে থামানোর জন্য তার দল কী করবে। এর মধ্যে ফাইনালে করিম বেনজেমার সম্ভাব্য ফেরা নিয়েও প্রশ্ন করা হয়।

ফ্রান্স স্ট্রাইকার কাতার বিশ্বকাপের দলে ছিলেন। কিন্তু ইনজুরির কারণে বিশ্বকাপ ক্যাম্প ছাড়েন তিনি। তবে এখন তিনি ফিট। রিয়াল মাদ্রিদে পূর্ণ অনুশীলনে ফিরেছেন। সংবাদ মাধ্যম মার্কা দাবি করেছে, বেনজেমা ফ্রান্সের ক্যাম্পে ফিরতে চেয়েছেন।

ফিফার পক্ষ থেকেও কোন বাধা নেই। কারণ ফ্রান্স স্ট্রাইকার এখনও দলটির ২৬ সদস্যের অংশ। ফ্রান্স বিশ্বকাপ জিতলে কোন ম্যাচ না খেলে, ফ্রান্সের ক্যাম্পে না থেকেও মেডেল পাবেন তিনি। তাকে পুনরায় দলে ঢুকতে দেওয়া না দেওয়ার বিষয়টি তাই নির্ভর করছে কোচ দিদিয়ের দেশমের ওপর।

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ফ্রান্স কোচ অবশ্য একটু বিরক্তি প্রকাশ করেন, ‘আমি সত্যিই এই প্রশ্নের উত্তর দিতে চাই না। ক্ষমা করবেন। পরবর্তী প্রশ্ন প্লিজ।’ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দেশম জানান যে, আর্জেন্টিনা ২০১৮ সালের সেই দল নেই। মেসিকে মানুষ হিসেবে আটকাতে যা করা যায় তারা করবেন বলেও উল্লেখ করেন।

Leave a Comment