
পড়া
পড়া মনে রাখার সেরা ৫ কৌশল অনুসরণ করে শিক্ষার্থীরা অধিক সফল হতে পারেন। অনেকেই পরিশ্রম করেও আশানুরূপ ফল অর্জন করতে পারে না। এক্ষেত্রে নিচের ৫টি কৌশলে আসবে সফলতা।
ডাইরি লেখা : গবেষণায় দেখা গেছে, জীবনে সফল হওয়া মানুষদের কমন বৈশিষ্ট্য প্রতিদিনের ডাইরি লেখা। ডাইরি লেখা মানুষেরা ৯৭ শতাংশই সফল। আর ডাইরি লিখতে হবে অবশ্যই কাগজে। নিয়মিত ডাইরি লিখলে ইতিবাচক ফল আসবে। ডাইরি না লিখলে কোথায় সময় চলে যাবে বুঝতেই পারবেন না।
পড়া রিভিশন : অনেকেই দীর্ঘ সময় পড়লেও তা রিভিশন দেয়না। ফলে পড়ে আসা বিষয়গুলো মনে থাকে না। কোনো বিষয় দীর্ঘমেয়াদী মনে রাখতে রিভিশন লাগবেই। কোনো বিষয় পড়ার কিছুক্ষণ পরেই আমরা তা ক্রমান্বয়ে ভুলতে থাকি। নিয়ম হলো রিভিশন ও নতুন পড়ার রেশিও ৭০:৩০। এক্ষেত্রে ৭০ শতাংশ সময় রিভিশন না দিলেও অন্তত ৩০ শতাংশ সময় রিভিশনে দেয়া। আর যেসব বিষয় ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি সেগুলো রিভিশন দেয়া।
পরীক্ষা : মনে রাখার স্থায়িত্বের জন্য নিয়মিত পরীক্ষা জরুরি। পড়ে আসা বিষয়ে পরীক্ষা দিলে বেশি মনে থাকে।
শরীরচর্চা : স্মরণ শক্তি বাড়ানোসহ শারীরিক মানসিক সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চা করতে হবে। এক্ষেত্রে নিয়মিত অন্তত ৩০ মিনিট দৌড়াতে হবে।
সমাধান : পড়ার জটিল বিষয়গুলো সমাধান করতে হবে। পরীক্ষায় ভুল করা বিষয়ের সমাধান করতে হবে বারবার।