
ফোনের ব্যাটারি
ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার আসল কারণ! দীর্ঘদিন ব্যবহার করার ট্রিক্স!
মোবাইলের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে চার্জে দিয়ে ব্যবহার না করা উত্তম। তাছাড়া চার্জ একেবারে শেষ না করে ২০ শতাংশের নিচে আসার আগেই চার্জ করা উচিত। আবার ফুল চার্জ না করে ৮০-৯০% রাখা ভালো। মোবাইল খুব গরম বা খুব ঠান্ডায় না রাখা।
যে কোন ব্যাটারির মতোই স্মার্টফোন ব্যাটারিরও নির্দিষ্ট সময়সীমা থাকে। পরবর্তীতে ফোনের ব্যাক আপ কমতে শুরু করে। ফোনের ব্যাটারি দ্রুত খারাপ হওয়ার কারণসমূহ আমরা জানব। একটি ব্যাটারি মোট কতবার চার্জ ও ডিসচার্জ হয়েছে তার উপরেই নির্ভর করে ব্যাটারির বয়স। যদিও ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার অন্য কারণও রয়েছে। শুধুমাত্র গেম খেলে বা সিনেমা দেখার কারণে ফোনের ব্যাটারি শেষ হয় না। ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার জন্য নিচের কারণগুলিও সমানভাবে দায়ী।
ডিসপ্লে অন থাকা, ডিসপ্লের বেশি ব্রাইটনেস, জিপিএস, ইন্টারনেটে বিজ্ঞাপন, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ, ভুল চার্জরে ফোন চার্জ।
নীচের কয়েকটি ধাপে সহজেই জেনে নিতে পারবেন কোন কোন অ্যাপ আপনার ফোনে সব থেকে বেশি ব্যাটারি নষ্ট করছে।
১। স্মার্টফোনে সেটিংস ওপেন করুন।
২। এবার অ্যাবাউট ফোন ট্যাপ করুন।
৩। এখানে ‘ব্যাটারি ইউজ’ অপশন খুঁজে সেখানে ট্যাপ করুন।
৪। সেখানে কোন অ্যাপ ফোনের কত শতাংশ ব্যাটারি নষ্ট করেছে সেই তালিকা দেখে নিতে পারবেন।
ফোন ব্যবহার না করলেও ফোনের ব্যাটারি কমে যাচ্ছে কেন?
ফোন বন্ধ থাকলেও আপনার ফোনের ব্যাটারি কমতে পারে। এর প্রধান কারণ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ। এক বা একাধিক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে স্লিপ মোডেও ব্যাটারি কমতে পারে। সেই ক্ষেত্রে কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলছে তা খুঁজে বার করে ফোন থেকে ডিলিট করতে হবে।
সারা রাত ব্যাটারি চার্জ করলে ব্যাটারি খারাপ হয়ে যায়?
এই ধারনা সকল ফোনের ক্ষেত্রে সত্য নয়। আজকাল প্রায় সব ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হলে নিজে থেকেই চার্জ বন্ধ হয়ে যায়। তাই সারা রাত ফোনে চার্জে থাকলেও ১০০ শতাংশ চার্জ হওয়ার পরেই ফোনের চার্জ নিজে থেকে বন্ধ হয়ে যায়। তাই ব্যাটারি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না।