বাচ্চারা কিভাবে কথা শুনবে

বাচ্চারা কিভাবে কথা শুনবে

মা ও শিশু

আমরা মা-বাবারা সবাই চাই আমার বাচ্চা আমার কথা যেন শুনে। আমরা সাধারণত একটা অর্ডার ঠিকমত দেয়া।

কিভাবে নির্দেশনা দিলে অন্যে শুনবে? শুধু শিশু নয় যে কেউ শুনবে যদি আপনি আপনার কথাটা ঠিকমত বলতে পারেন। এতে অনেক জটিল সমস্যারও সমাধান হয়ে যায়।

থ্রি ই স্টেপ কাজে লাগিয়ে দেখা যায়। এক সপ্তাহ হোক, এক মাস হোক এক বছর হোক আপনার কথা লোকে শুনতে শুরু করবে।

অর্ডারটা হয়তো ১০০ বার দিচ্ছি কিন্তু শুনছে না। অর্থাৎ আদেশটা ঠিকমত দেয়া।

থ্রি ই স্টেপ –

১. এক্সপ্লেইন : কেন ওর এখনই গোসলে যাওয়া উচিত বা খাওয়া উচিত। আপনার বাচ্চার এই কাজের সাথে আপনার কাজগুলো কিভাবে জড়িয়ে আছে। তা ওকে বুঝিয়ে বলুন। সামনে ডেকে আই কন্টাক্ট ঠিক রেখে সিরিয়াসলি বলুন। দেখবেন কাজ হবে।

২. এক্সপ্লোর : তার কাছে কারণ জানতে চান। কেন সে কাজটা ঠিকমত করলো না। তার কী অসুবিধা ছিল। সে সময়মতো না করে কী এনকাউন্টার দিচ্ছে। সেগুলো খেয়াল করুন।

৩. এমপাওয়ামেন্ট : ওর কাছে সমাধান চান। এতে তার কাজের সুবিধা হবে। কোনো কিছু চাপিয়ে দেয়ার চেয়ে সমাধান বের করা যায়।

 

 

Leave a Comment